
Welcome To our College
সরকারি বরিশাল কলেজ পরিচিতি ধান, নদী, খাল এই তিনে বরিশাল। অনেক জ্ঞানী, গুনী, সংগ্রামী মানুষের পূণ্যস্মৃতি বিজড়িত এই বরিশাল। বঙ্গোপসাগরে পলিমাটি বিধৌত বাংলার এই দক্ষিণাঞ্চলের মানুষ সুদুর অতীত কাল থেকে যেমন ঝঞ্জা বিক্ষুদ্ধ নদীর উত্তাল তরঙ্গের মধ্যে শক্ত হাতে বৈঠা চালিয়েছে অন্যদিকে বন্য জীব জানোয়ার হিং¯্র প্রাণীর বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করে জীবন সংগ্রামে বীরত্বের সাথে টিকে আছে। দয়া, মায়া, মানব প্রেম, ঈশ্বর প্রেম এখানকার মানুষের জীবনবোধ ও মূল্যবোধেরই অংশ। ১৭৫৭ সালে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার দেওয়ানী চলে যায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে। প্রথমে বাড়ইকরণ জেলা সদর স্থাপন করা হয়। বাড়ইকরণ থেকে বাকেরগঞ্জ অত:পর ১৮০০ সালে বর্তমান বরিশাল শহরে জেলা সদর স্থানান্তর করা হয়। শুরুতে বরিশাল জেলার আয়তন ছিল দক্ষিণ পূর্বে সন্দীপ, উত্তরে বর্ত.. Read More
Message From Principal

Professor Md. Ali Hossain Howlader,
PRINCIPAL,
GOVT. BARISAL COLLEGE, BARISHAL.
আমি অত্যন্ত আনন্দের সাথে জানা্ছি যে, তথ্য প্রযু্ত্তি নির্ভর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বরিশাল কলেজ, বরিশাল এখন তথ্য প্রযুক্তি মহাসড়কের যাত্রী। প্রত্যেক শিক্ষার্থী অবিভাবকসহ সকলে আমাদের সব ধরনের তথ্য পেতে পারেন। নিয়মিতআমাদের ওয়েব সাইটে ভিজিট করার জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। ধন্যবাদ।
Date: 02-Dec-2023
Time: 12:18 AM

Professor Alaka Rani Sarkar
Vice Principal
This college is the most popular college in this area. Always it gets a good result and other success. Now a day’s Online technology is so popular over the world. So we don't want stay on behind. I think this website will be most beneficiary item for this college.